দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতনের আসামী সহ গ্রেপ্তার ১৫

240

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ এর দিক নির্দেশনায় ও দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) এর নের্তৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী সহ বিভিন্ন অভিযোগে ১৫জনকে গ্রেপ্তার করেছে।বুধবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী উপজেলার খিহালী দক্ষিনপাড়ার আফজাল হোসেনের ছেলে রাব্বী হাসান(১৮)। ২’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার তালুচ বাজার এলাকার ইমরান ফকির(২৫), মুকুল ফকির(৩৫), মামুন ফকির(৩৬) ও রাশেদুল ইসলাম(২৩) ও ৫০গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী উপজেলার নিলাহালী গ্রামের এনামুল হক(২৯)। মাদক সেবনের অপরাধে গ্রেপ্তারকৃতরা হলেন কালাই উপজেলার মোলামগাড়ীর মাসুম শেখ(২২), দুপচাঁচিয়া পৌর এলাকার পূর্ববোরাই মহল্লার রায়হান ইসলাম(১৯) ও মহায়মিন ইসলাম মানিক(১৯)। এছাড়াও পুলিশ একই রাতে ওয়ারেন্টের আসামী দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর বড়বাড়িয়া এলাকার আমজাদ হোসেন(৫০), তালোড়া পৌর এলাকার মুক্তাগাছা মহল্লার জাহিদুল ইসলাম(৪৮), দুপচাঁচিয়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লার মাসুদ শেখ(৩৫) একই মহল্লার মাহবুব হোসেন, ধোকরকোলা মহল্লার রিপন প্রাং ও কাহালুর ডিপুইলের আবু তাহেরকে গ্রেপ্তার করেছে।
দুপচাঁচিয়া থানার যোগদানকৃত পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী সহ বিভিন্ন অভিযোগে ১৫জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।