সারিয়াকান্দি কর্ণিবাড়ী ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবীতে চেয়ারম্যান প্রার্থী দিপন’র সংবাদ সম্মেলন

168

শিবলী সরকার, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিবেদকঃ- আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৯নং কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের প্রত্যেকটাতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে প্রত্যাশা করে ও অতিরিক্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন দিপন (মটর সাইকেল প্রতীক)। ২৮শে জানুয়ারী ২০২২ শুক্রবার সকালে সারিয়াকান্দি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত দাবী জানান, এছাড়াও তিনি আরো বলেন, আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী এলাকাায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য নানাভাবে তৎপরতা চালাছে। ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের মাঝে হুমকী, ধামকী দিয়ে ভীতিকর পরিবেশ তৈরী করছে। ফলে ভোটারদের মধ্যে আতংক- উৎকন্ঠা বিরাজ করছে। কর্ণিবাড়ি ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্র রয়েছে। তিনি আরো জানান, আসন্ন ৩১ শে জানুয়ারি কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য ইতোমধ্যেই তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে আবেদন করেছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে জন্য প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন। এছাড়াও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে একটি হয়রানি মুলক মিথ্যে মামলার বিষয়ে বলেন তিনি। জনপ্রিয়তা ও প্রচার প্রচারনার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন দিপন প্রাং।