বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি নয়ন-সাধারণ সম্পাদক মিন্টু

127

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ উৎসব মুখর পরিবেশে বগুড়া প্রেসক্লাবে বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রবিবার ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি সহ ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অবশিষ্ট ১৬টি পদের বিপরীতে রবিবার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিতরা হলেনঃ
সভাপতি পদে মাহমুদুল আলম নয়ন, সহ সভাপতি পদে আব্দুস সালাম বাবু, মাসুদুর রহমান রানা, এসএম কাওসার ও দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল।
বগুড়া প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক লালু, সদস্য আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৮৬ জন। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কালে ১৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সর্বোচ্চ ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন মিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিনুর রশিদ সাইন পেয়েছেন ৪৭ ভোট। নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদে নির্বাচিত হয়েছেন ১০৪ ভোট পেয়ে তোফাজ্জল হোসেন ও ৯৭ ভোট পেয়ে সাজেদুর রহমান সিজু। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭৯ ভোট পেয়েছেন সাজ্জাদ হোসেন পল্লব।
কোষাধ্যক্ষ পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কমলেস মোহন্ত সানু। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৮ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরুল সুজন পেয়েছেন ৭৯ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লতিফুল করিম। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আহমেদ মিলন পেয়েছেন ৮০ ভোট। পাঠাগার সম্পাদক পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এইচ আলিম। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ মন্ডল পেয়েছেন ৭০ ভোট। অপরদিকে কার্যনির্বাহী সদস্য পদের ৯টিতে বিজয়ীরা হলেন আবুল কালাম আজাদ ঠান্ডা (১২৪ ভোট), জেএম রউফ (১০৮ ভোট), ফরহাদুজ্জামান শাহী (১০৪ ভোট), আব্দুল মোত্তালিব মানিক (১০২ ভোট), প্রদীপ ভট্টাচার্য শংকর (৯৫ ভোট), চপল সাহা (৯৪ ভোট), তানসেন আলম (৯৩ ভোট), নাজমুল হুদা নাসিম (৯১ ভোট) ও আব্দুর রহিম (৮৩ ভোট)।
এদিন সন্ধ্যা ৭টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক লালু ভোট গণনা শেষে বে-সরকারি ভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এবারের ভোটে শৃংখলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।