বগুড়ার ধুনটে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৮ জুয়ারী গ্রেফতার

417

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৬ই ফেব্রুয়ারি) দিবাগত রাতি পৌনে ৩ টার সময় উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরখুকশিয়া গ্রামের মৃত. মানজার শেখের ছেলে জামাল হোসেন (৪৮), শুকুর আলীর ছেলে আমির হোসেন (৫৮), মৃত. কুরান শেখের ছেলে আসাদুল ইসলাম (৩৩), পিপুলবাড়িয়া গ্রামের মৃত. পর্বত আলীর কামরুল ইসলাম (৪০), মৃত. জসিম উদ্দিন শেখের ছেলে ফজলুর রহমান (৪০), মৃত. বশির উদ্দিন শেখের ছেলে আবু সালাম শেখ (৪৫), মৃত. মেহের বক্স মন্ডলের ছেলে খোরশেদ আলম (৫৫) ও বানিয়াগাতি গ্রামের হাসান আলী শেখের ছেলে মহরম আলম।

থানা সূত্রে জানা যায়, উপজেলার পিপুলবাড়িয়া টু বলারবাড়ী কাঁচা রাস্তার উত্তর পাশে জৈনক নুর মোহাম্মাদের টিনের তৈরি সেচ পাম্পের ছাপরা ঘরের মধ্য জুয়ার আসর বসেছে। গোঁপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই মোর্শেদুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান, এএসআই আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের কৌশেল আটক করে। এসময় জুয়া খেলার সামগ্রী ৩ সেট তাস ও নগদ ১৬৪০ টাকা জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে মামলা দায়ের পর জুয়ারীদের সোমবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।