সোনাতলায় মাদার ল্যাকটেটিং হেল্থক্যাম্প অনুষ্ঠিত

177

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কর্মজীবী ল্যাবটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী’র” আওতায় বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত ‘মা’ ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা,ব্যবস্থাপত্র এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের লক্ষে হেল্থক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রয়ারী বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের বগুড়া জেলা উপপরিচালক শহিদুল ইসলাম,মেডিক্যাল অফিসার(মা ও শিশু বিষয়ক) ডাঃ শরীফা নুসরাত,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার জান্নাতুল ফেরদৌসি রুম্পা প্রমুখ। এ সময় পৌর এলাকার সূধীজন ও মায়েরা উপস্থিত ছিলেন। শেষে পৌর এলাকার ৪’শ ৫০ জন ভাতাপ্রাপ্ত মায়ের মাঝে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।