ধুনটে থানায় অভিযোগ দায়ের করায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে মারপিট আহত ৫

115

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে থানায় অভিযোগ দায়ের করায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে মারপিট করে ৫ জন আহত করেন। আহতরা হলো উপজেলার নিমগাছি গ্রামের মৃত. দুখু প্রামানিকের স্ত্রী খইমুন বেওয়া, তার ২ ছেলে সাইফুল ইসলাম ও দুলাল প্রাং, সাইফুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন ও তার ছেলে সাজু মিয়া। ২১ ফেব্রুয়ারি রোববার সকালে ওই গ্রামে এই মারপিটের ঘটনা ঘটেছে।

আহত সাইফুল ইসলাম জানান, চারা গাছ ছাগল খাওয়া কে কেন্দ্র করে একই গ্রামের মৃত. মতিউর রহমানের ছেলে আমিনুল ইসলাম ও তার লোকজনের সাথে বিরোধ চলছিলো। বিষয়টি নিয়ে আমার বাড়ির উঠানে সালিস বৈঠক করা হয়। কিন্তু সাইফুল ও তার লোকজন সালিশ বৈঠক অমান্য করায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয় নাই। এরূপ চলাকালে আমিনুল ইসলামের স্ত্রী বগুড়া আদালতে মামলা করে। যাহার মোকাদ্দমা নং ৫২পি/২০২২। বিষয়টি ২০ই ফেব্রুয়ারি জানতে পেরে আমি আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে বিষয়াদি নিয়ে কথা বললে তখন তারা বলে ৫০ হাজার টাকা দাও মামলা তুলে আনতেছি। আমি টাকা দিতে অস্বীকার করলে তখন আমিনুল ইসলাম অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করে এবং তার স্ত্রী নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়ে আমার নামে মাললা করবে বলে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আমি এলাকার মুরুব্বিদের সাথে পরামর্শ নিয়ে রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার কারনে আমিনুল ইসলাম ও তার লোকজন গত ২১ই ফেব্রুয়ারি সকালে আমার বাড়িতে এসে মারপিট করে। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যায় এবং ৩ জন চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরে প্রস্তুতি চলছে।