বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে তার কন্যা শেখ হাসিনার হাতধরে-অধ্যক্ষ শেফালী

105

প্রেস বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার বিকেলে বগুড়ায় দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের করা হয়েছে। আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হেফাজত আরা মীরা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকী সরকারের পরিচালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শহর শাখা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী বলেন, শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে তার কন্যা শেখ হাসিনার হাতধরে। জীবিত মুজিবের তুলনায় শহীদ মুজিব আরও বেশি শক্তিশালী। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন। দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার থেকে মুক্ত হয়েছি। পেয়েছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এরপর ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আবারও বাংলাদেশ পাকিস্তানে পরিণত করার অপচেষ্টা চালিয়ে ছিল। দেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সেই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সকলে মিলে সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে হবে। যার জন্ম হওয়ায় এদেশের মানুষ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বসবাস করছে তার প্রতি অনিঃশেষ শ্রদ্ধা নিবেদন।