সান্তাহারে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

136

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহারে সারাদেশের ন্যায় আজ রবিবার ২০ ই মার্চ সকাল ১০ টায় সান্তাহার পৌর শহরের মহিলা কলেজ মাঠে টিসিবি ফ্যাামেলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির ডাল, তেল ও চিনির বিক্রির শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভূট্টো, খাদ্য পরিদর্শক গোলাম রব্বানী, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সান্তাহার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শ্রী চন্দন কুমার কুন্ডু, সান্তাহার পৌর আওয়ামী লীগ নেতা ১ নং জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম বিপ্লব, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাপস সরকার সহ প্রমুখ। উল্লেখ্য আদমদীঘি উপজেলার ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন এ আগামী ২৮ ই মার্চ পর্যন্ত চলবে পণ্য বিক্রি। এই কর্মসূচির আওতায় এই দফায় প্রতিটি পরিবারে জন্য ৪৪৬ টাকায় ২ লিটার সয়াবিন তৈল্য, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল কিনতে পারবেন টিসিবি ফ্যামেলি কার্ডের মাধ্যমে। এর আগে গত শনিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়।