বঙ্গবন্ধু কন্যার হাতধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে-রনি

236
প্রেস বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বলেন, বঙ্গবন্ধু কন্যার হাতধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সকল উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দিয়েছেন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। বগুড়ার ক্রিকেটার মুশফিক, শফিউল, তামিম, হৃদয়, রিয়ালরা এখন সারাবিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছে। বগুড়ায় এত নারী ক্রিকেটার রয়েছে যে একটি নারী জাতীয় ক্রিকেট দলের সমমানের একটি দল তৈরি করা সম্ভব। তাই যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রতিযোগিতা মূলক টুর্নামেন্টে অংশ নিতে হবে। এতে শরীর ও মন দুই ভাল থাকবে। আজ যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন ও যারা রানারআপ হয়েছে তাদের জন্য শুভ কামনা। আগামী এধরনের আয়োজন আয়োজক কমিটির নেতৃবৃন্দকে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে শহরের স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলদ শাখার সাংগঠনিক সম্পাদক নুর খানের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি রেজাউল ইসলাম, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গুঞ্জন গ্রুপ স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকির হোসেন, সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লাখিন আহমেদ, সাবেক ছাত্রনেতা আপেল মাহমুদ, জেলা ছাত্রলীগ নেতা নাহিদ হাসান। ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন বগুড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ইমন,  প্রচার সম্পাদক মিফতাউল কবির হৃদয়, আয়োজক কমিটির সদস্য রনি, সুজন, প্রান্ত, শুভ হিরা সহ আরও অনেকে। ফাইনাল খেলায় মরিয়ম স্পোর্টিং ক্লাব ৬ রানে লাল মিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দল মরিয়ম স্পোর্টিং ক্লাবকে প্রাইজ মানি ৫ হাজার টাকা ও রানার আপ দল লাল মিয়া স্পোর্টিং ক্লাবকে ২ হাজার ৫শত টাকা তুলেদেন প্রধান অতিথি সুলতান মাহমুদ খান রনি।