দুপচাঁচিয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের উদ্বোধন

159

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলায় ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে প্রধান অতিথি হিসাবে পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং প্যানেল মেয়র ইদ্রিস আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, আকরাম হোসেন, রেজানুর তালুকদার, পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান প্রমুখ। ৭এপ্রিল থেকে শুরু করে আগামী ৬জুন পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। তালোড়া পৌরসভা এলাকায় ১৩ই এপ্রিল থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত জাতীয় পরিচয়পত্র(স্মার্টকার্ড) সরকারি শাহ এতেবাড়িয়া কলেজ কেন্দ্রে,জিয়ানগর ইউনিয়নে ২০শে এপ্রিল থেকে ২২ শে এপ্রিল পর্যন্ত জিয়ানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে,চামরুল ইউনিয়ন এলাকায় ২৩শে এপ্রিল থেকে ৯মে পর্যন্ত জোহাল মাটাই দাখিল মাদরাসা কেন্দ্রে,দুপচাঁচিয়া সদর ইউনিয়ন এলাকায় ১০শে মে থেকে ১৪ই মে পর্যন্ত দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে,গোবিন্দপুর ইউনিয়ন এলাকায় ২৪শে মে থেকে ১লা জুন পর্যন্ত গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়,গুনাহার ইউনিয়ন এলাকায় ১৫ই মে হইতে ২৩শে মে পর্যন্ত তালুচ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং তালেড়া ইউনিয় এলাকায় ২রা জুন থেকে ৬ই জুন পর্যন্ত দেবখন্ড সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে স্মার্টকার্ড(জাতীয় পরিচয়পত্র)প্রদান করা হবে।