দুপচাঁচিয়ায় রাম নবমী উৎসব পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

181

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বগুড়া জেলার আয়োজনে ও জাতীয় হিন্দু যুব মহাজোট দুপচাঁচিয়া উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় দুপচাঁচিয়ায় শ্রী রাম চন্দ্রের শুভ জন্ম তিথি উপলক্ষে রাম নবমী উৎসব উদযাপিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দুপচাঁচিয়া শহরতলা সার্বজনীন কালী মন্দিরে এ উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী বিভাগের ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। উদ্বোধন শেষে তিনি শ্রী রাম চন্দ্রের পূজা পরিদর্শন করেন। এসময় হিন্দু নরনারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা মন্দির কমিটির সভাপতি বিধান সরকারের সভাপতিত্বে ও জাতীয় হিন্দু যুব মহাজোট নাটোর জেলা শাখার সভাপতি দেবাশীষ সরকার দেবুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদীপ শংকর। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মৃনাল কান্তি মধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, জাতীয় হিন্দু যুব মহাজোট রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, বগুড়া জেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি অভিলাষ বর্মন, সাধারণ সম্পাদক আয়েন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি দীপক কর্মকার, সহসভাপতি নির্ঝর সরকার, সাধারণ সম্পাদক আনন্দ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিতম গুপ্ত সহ জাতীয় হিন্দু যুব মহাজোটের সদস্যবৃন্দ।