দুপচাঁচিয়া পৌর এলাকার ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে বাৎসরিক সম্মানী ভাতা প্রদান

87

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া পৌর এলাকার ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে বাৎসরিক সম্মানীভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আয়োজনে উপজেলা প্রশাসন জামে মসজিদে পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে এ সম্মানী ভাতা প্রদান করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর নূর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির নেতৃবৃন্দ ও পৌর এলাকার ইমাম ও মোয়াজ্জিনগন। এদিন দুপচাঁচিয়া পৌরসভার তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এবারও পৌর এলাকার ৭২জন খতিব ও ইমামকে জনপ্রতি ৫হাজার টাকা এবং ৪৭জন মোয়াজ্জিনকে জনপ্রতি ৪হাজার টাকা করে মোট ৫লাখ ৪৮হাজার টাকা প্রদান করা হয়।