গাবতলীতে মিটার চোর চক্রের গডফাদার পারভেজ গ্রেফতার

130

মুহাম্মাদ আবু মুসা

আন্তঃজেলা মিটার চোর চক্রের প্রধান পারভেজ (৩০)কে গ্রেফতার করেছে বগুড়ার গাবতলী থানা পুলিশ। ২১এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া মাটিঢালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পারভেজ বগুড়া সদর উপজেলার লাহেরীপাড়া গ্রামের মৃত পুটু মিয়ার ছেলে। এ ব্যাপারে থানার ওসি সিরাজুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত পারভেজ এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১২ টি চুরির মামলা আছে। চোর চক্রের মুলহোতা পারভেজের অন্যান্য সহযোগিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ, গত ৪ ফেব্রুয়ারী গাবতলীর নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামের বাবলু মিয়ার ছেলে রানা মিয়ারসহ সেচপাম্পের ৪টি মিটার চুরি করে অজ্ঞাত চোরেরা। সেখানে সিগারেটের প্যাকেটের ছেড়া কাগজে (০১৯৪৩-৬১০৬৪৩) মোবাঃ নম্বর দিয়ে যায়। পরে ভুক্তভোগীরা ওই নম্বরে যোগাযোগ করলে চোরেরা ৩০হাজার টাকা দাবী করে। দাবীর প্রেক্ষিতে রানা মিয়াসহ সেচপাম্পের ৪জন মালিক ৮হাজার টাকা বিকাশের মাধ্যমে ওই চোর চক্র দেয়। তারপর মিটার ফেরৎ না দিয়ে পুনরায় টাকা দাবী করলে রানা মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলায় ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১১এপ্রিল রাতে বগুড়া সদর থানাধীন শাখারিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে বিকাশ ব্যবসায়ী তারিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। তারিকুল ইসলামের দেয়া তথ্যমতেই আন্তঃজেলা মিটার চোর চক্রের প্রধান পারভেজ (৩০)কে গ্রেফতার করা হয়।