দুপচাঁচিয় ভূমিহীন ৩৬টি পরিবারের মাঝে জমি ও গৃহের স্বারক ফাইল হস্তান্তর

99

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ের ঈদ উপহার হিসাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স উপভোগ ও এ উপজেলায় ঈদ উপহার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ৩৬টি ভূমিহীণ ও গৃহহীন পরিবারের উপকারভোগীদের মাঝে ২শতাংশ জমি ও ২লাখ ৬৪হাজার ৫’শ টাকা ব্যয়ে নির্মিত গৃহের দলিলপত্রাদি হস্তান্তর করা হয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এ দলিল ও কাগজপত্রাদি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মোঃ হাসনাত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আসলাম সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আশ্রয়নপ্রকল্পের উপকারভোগী, নতুন করে প্রাপ্ত ৩৬টি উপকারভোগী পরিবারের সদস্য।