গাবতলীতে কৃতি সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

246

মুহাম্মাদ আবু মুসা

বগুড়ার গাবতলীতে ইউনির্ভাসিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে ৫মে/২২ বৃহস্পতিবার কৃতি সংবর্ধনা ও ঈদ পুনমিলনী স্থানীয় মুক্তিযোদ্ধা টেকনিকেল স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনির্ভাসিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি ডাঃ মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উপ—সচিব আবু নাসার উদ্দিন, পুলিশ সুপার আকতার হোসেন (মিডিয়া এন্ড ক্রাইম) ডিআইজি কার্যালয় রংপুর রেঞ্জ, ঠাকুরগাও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, বগুড়া ভেড়া উন্নয়ন খামারের উপ—পরিচালক কল্পনা রায়, শিবগঞ্জ মসলা গবেষনা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান সুজা, বগুড়া শজিমেক হাসপাতালের ডেন্টাল সার্জন রোকনুজ্জামান সোহাগ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের লেকচারার ডাঃ সাজ্জাদুর রহমান রুমন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট এর লেকচারার বিপ্লব হোসেন, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডাঃ জুয়েল তরফদার, পাওয়ার ইনর্ফা প্লার্নিং (টিআইও) এর সিনিয়র এক্সপার্ট শহীদুল ইসলাম, গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্রের কৃষি প্রকৌশলী মওদুদ আহম্মেদ। আরো বক্তব্য রাখেন ইউনির্ভাসিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়ন, ৪০তম বিসিএস সুপারিশপ্রাপ্ত (এডমিন) রতন কুমার দত্ত, ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ডাঃ খাইরুল বাসার, ডাঃ আবু শাহেদ প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ৪০তম ও ৪২তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ১০জন, দেশের বিভিন্ন ইউনির্ভাসিটি এবং মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত ৫৬জন কৃতি শিক্ষার্থীদের ও উক্ত এসোসিয়েশনের সেরা সংগঠক হিসেবে স্বীকৃতিপ্রাপ্তদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।