গাবতলীতে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপে শিশুসহ ৩জন আহত

122

মুহাম্মাদ আবু মুসা

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপে হিন্দু পরিবারের ২মহিলা ও শিশুসহ ৩জন গুরুত্বর আহত হয়েছে। এখন তারা ঢাকাস্থ শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ৬মে/২২ শুক্রবার রাত আনুমানিক সোয়া ৩টায় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা কর্মকারপাড়া গ্রামে। শনিবার বিকেলে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা না হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের গ্রেফতার করতে তাঁরা মাঠে কাজ করছেন। এসিডে দগ্ধ হয়ে আহতরা হলো তেলিহাটা কর্মকারপাড়া গ্রামের শ্রী দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রানী (৪৮), ছেলে সাগর রায়ের স্ত্রী বিনা রানী (২১) ও আহত বিনা রানী’র ৩মাসের শিশু পুত্র শ্রী সুর্য কর্মকার। জানা গেছে, ওই পরিবার প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে ঘটনার রাতে শয়ন ঘরে ঘুমে যায়। কিন্তু দুর্বৃত্তরা তাদের শয়ন ঘরের কাঠের জানালা কৌশলে কিছু অংশ ভেঙ্গে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এর পর ঘুমান্ত অবস্থায় তারা এসিডে দগ্ধ হলে চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। আহতদের অবস্থা আরো গুরুত্বর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ শেখ হাসিনা বার্ণ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আহত বিনা রানী’র স্বামী সাগর রায় এর সাথে কথা বললে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপে উপরোক্ত ৩জন দগ্ধ হওয়ার বিষয় জানিয়ে বলেন, আমরা এখন রোগী নিয়ে ঢাকায় ব্যস্ত থাকায় পরে মামলা দায়ের করবো। থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জানার পর থেকে পুলিশের কয়েকটি টিম মাঠে রয়েছে। তারা ঢাকায় রোগী নিয়ে ব্যস্ত থাকায় এখনো মামলা দেয়নি, মামলা দিলে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে।