ইউপি চেয়ারম্যানকে মারপিট মামলায় গাবতলীতে জড়িতদের গ্রেফতারের দাবীতে মিছিল ও মানববন্ধন

189

মুহাম্মাদ আবু মুসা

বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব (৪৫)কে মারপিট মামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে ২৫ মে/২২ বুধবার উপজেলার জামিরবাড়িয়া বাজারে এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মোহাম্মাদ আলী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের মা অলেদা বেগম, স্ত্রী রুমা আকতার, সোনারায় ইউনিয়ন আ’লীগের সহ—সভাপতি জহুরুল ইসলাম, ইউপি সদস্য নাছরিন আকতার বাবলি, কোহিনুর আকতার, হযরত আলী, শ্রমিকলীগ নেতা লিটন মিয়া, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে মতিয়ার রহমান, আ: আজিজ, ফজলুল হক, ওহেদ আলী প্রমুখ।

সভায় বক্তারা ইউপি চেয়ারম্যান আলতাবের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত ১৯মে ২লাখ টাকার চাঁদার দাবীতে সোনারায় ইউনিয়ন পরিষদে গিয়ে ফিল্মিষ্টাইলে ইউপি চেয়ারম্যানকে মারপিট করে এবং পরিষদের ডিজিটাল সেন্টারের ল্যাপটপ, প্রিন্টার মেশিনসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ ঘটনায় গত ১৯মে সোনারায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে ১০/১২জন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ২জন মেম্বারসহ ৩জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেন।