দুপচাঁচিয়ায় বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত

124

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০২২ মৌসুমে ধান সংগ্রহ উপলক্ষে কৃষক নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং খাদ্য ও কৃষি বিভাগের সহযোগিতায় গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার প্রকৌশলী সাদ্দাম হোসেন, দুপচাঁচিয়া খাদ্য গুদানের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্নেলিউস চিসিম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, উপখাদ্য পরিদর্শক তমাল মিয়া প্রমুখ। এসময় উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ৭’শ ৫২জন আবেদনকারী কৃষকের মধ্য থেকে জিডিটাল লটারীর মাধ্যমে ৫’শ ২৭জন কৃষক লটারীতে মনোনীত হন। প্রতিজন কৃষকের নিকট থেকে ৩জন করে মোট ১হাজার ৫’শ ৭৯ মেঃটনঃ বোরো ধান আগামী ৩১আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।