প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

119

স্টাফ রিপোর্টার রাশেদ

বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতারা। শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মুজিব মঞ্চে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, এডভোকেট আমানুল্লাহ, একেএম আসাদুর রহমান দুলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, অধ্যক্ষ শামসুল আলম জয় , অধ্যক্ষ আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল, হেফাজত আরা মীরা, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, মাহফুজুল ইসলাম রাজ, আবু ওবায়দুল হাসান ববি, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জল, আব্দুস সালাম, শুভাশিস পোদ্দার লিটন, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাবরিনা সরকার পিংকি, রাশেদুজ্জামান রাজন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মজিবর রহমান মজনু বলছেন, ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার বলে তারা স্পষ্ট বুঝিয়েছে তারাই বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী। তাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ এর হাতিয়ার গর্জে উঠেই দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীন দেশে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে কঠোর হস্তে প্রতিহত করা হবে।

কর্মসূচিতে জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।