শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে রাইস মিলে জরিমানা

119

নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়া শাজাহানপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলো থেকে এক লক্ষ ৭৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার(৪জুন) এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান ২টি হল আড়িয়া ইউনিয়নের নয়মাইল স্ট্যান্ড এলাকায় অবস্থিত আলহাজ্ব আতাহার আলী অটো রাইস মিল এবং খড়না ইউনিয়নের ওমরদীঘি এলাকায় নর্দান অটো রাইস মিল।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। তিনি জানান, আতাহার আলী অটো রাইস মিলে পাটজাত দ্রব্যের ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের তৈরি ব্যাগ ব্যবহার করছিলেন। প্রতিষ্ঠানটি লাইসেন্স দেখাতেও পারেনি। পরে ৭৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরেকটি অভিযানে নির্ধারিত সময়ের বেশি ধান মজুদ রাখার অভিযোগে নর্দান অটো রাইস মিলের এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।