বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

103

স্টাফ রিপোর্টার রাশেদ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (১০জুন) জুম্মার নামাজ পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের ফতেহ আলী বাজার মোড়ে দুপুর ২টা থেকে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা একত্র হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে শহরের সাতমাথা হয়ে বড়গোলা বাজার প্রদক্ষিণ করে আবারও সমাবেশ স্থলে যায়। সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়। এই সময় সংগঠনটির নেতাকর্মীর বাহিরেও বিভিন্ন মসজিদ থেকে আসা প্রায় ৫ হাজার সাধারণ মুসল্লিও অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা আ.ন.ম মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুল হক আজাদ। সমাবেশে তিনি ভারত সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপনের প্রস্তাব জানিয়ে বলেন, ভারতে বিজেপি নেতারা রাসুল (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি করেছে। মুসলিম রাষ্ট্রগুলো এর নিন্দা জানালেও আমাদের সরকার এখনো কোনো প্রতিবাদ বা নিন্দা জানায়নি। হযরত মুহাম্মদ সা. আমাদের ভালোবাসার স্থান। তাকে নিয়ে কটূক্তি আমরা মুসলিম হিসেবে মেনে নিতে পারি না। ভারত অনেক সময় বিভিন্ন প্রকার মন্তব্য করে হিন্দু ও মুসলিমদের মাঝে যে অসাম্প্রদায়িক বন্ধন আছে তা নিশ্চিহ্ন করতে চায়। এ ঘটনার কঠোর শাস্তির ও দোষীদের ফাঁসি চাই। যার ফলে ভবিষ্যতে আর কেউ এরকম মন্তব্য করতে না পারে। তিনি আরও বলেন, ধর্ম নিরপেক্ষতার দাবিদার ভারত অসংখ্যবার সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ভারত ভূমি মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে। আবহমানকাল থেকে বসবাসকারী প্রায় বিশ কোটি মুসলমান মোদির জুলুম নির্যাতনে আতঙ্কিত জীবন-যাপন করছে। বিক্ষোভ মিছিল শেষে দুপুর ৩টার দিকে এক সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।।