কাহালুতে স্ত্রীর মর্যাদার দাবীতে অনশনরত কলেজ ছাত্রী অসুস্থ

160

কাহালু বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু সংলগ্ন ১টি বাসার সামনে স্ত্রীর মর্যাদার দাবীতে রাত ভর অনশনরত এক কলেজ ছাত্রী অসুস্থ হয়ে কাহালু হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে অনশন করা অনার্স পড়–য়া ছাত্রীর সাথে কাহালু থানা সংলগ্ন বাসার আনোয়ার হোসেনের ছেলে অনার্স পড়–য়া ছাত্র খোসবুল হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে উঠে ২০১৫ সালে। ২০১৬ সালে তারা বগুড়া নোটারী পাবলিকের কার্যালয়ে একটি এফিডেভিটের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২০ সালে তারা কাজীর মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করেন। কলেজ ছাত্রী জানান, শ্বশুড়ালয় থেকে কোন মর্যাদা না পেয়ে স্থানীয় ভাবে কয়েকবার দেন দরবার করেও কোন লাভ হয়নি। যার ফলে বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদার জন্য তিনি গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল পর্যন্ত স্বামীর বাসার সামনে অনশনরত ছিলেন। সেখানে স্থানীয় লোকজনও পুলিশ আসলেও তাকে স্ত্রীর স্বীকৃতি নিয়ে দিতে কেউ এগিয়ে আসেনি। ছাত্রী আরও জানান, সকালে অসুস্থ হয়ে পড়লেও ইউএনও স্যার আমাকে একটি গাড়িতে তুলে দিলে আমি হাসপাতালে যাই। সেখানে শাওন নামের এক পরিচিত ছেলে আমাকে হাসপাতালে ভতি করে দেয়। স্থানীয় লোকজন জানান, মেয়েটি যখন অনশন করছিলেন সেখানে রাতের বেলায় উৎসক জনতা ভীর জমালে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। খোসবুল হাসিবের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা আনোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে আমরা বসে সমাধান করতে চাই। ছাত্রীর পিতা মোবাইল ফোনে জানান, আমি আমার মেয়েকে স্বামীর সংসার করাতে চাই। ছাত্রী জানান, আমি স্বামীর সংসার করতে চাই, পিতার বাড়িতে ফিরে যাবো না। কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তা এস আই রোজিনা জানান, বিষয়টি আমি জানি না। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, এ বিষয়ে লোকমুখে শুনেছি। তবে অফিসিয়ালি আমাকে কেউ জানান নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, আমি ওসিকে জানাবো এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।