বগুড়ার ধুনটে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিটঃ গ্রেফতার ৩

185

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে জমি জমা নিয়ে পুর্ব শক্রতার জের ধরে নিমগাছি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কাফি (৫৬) কে বিদ্যুতের খুঁটি সঙ্গে বেঁধে রেখে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গ্রাম পুলিশ হলেন উপজেলার নিমগাছি ইউনিয়নে নাংলু দক্ষিণ পাড়া গ্রামের মৃত মুসা প্রাং এর ছেলে। ধুনট থানার অভিযোগ সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ আব্দুল কাফি বৃহস্পতিবার (২৩ই জুন) বিকাল সাড়ে ৪ টার সময় নিমগাছি ইউনিয়ন পরিষদ থেকে ডিউটি শেষ করে তাহার গ্রামের বাড়িতে আসার সময় নাংলু চারমাথা নতুন মসজিদের দক্ষিণ পাশ্বে কাঁচা রাস্তায় পৌছামাত্র জমি জমা ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর মৃত খেজুর উদ্দিন এর ছেলে সন্ত্রাসী আবু তালহা (৩২) ও তাহার বড় ভাই আব্দুর রহমান (৪০)সহ ফজলুল হক পোকড়া এর ছেলে আতিকুর ইসলাম (২২) ও আব্দুল করিম এর ছেলে হাদিছুর রহমানসহ অজ্ঞাত নামা ৪/৫ জুন ব্যক্তি গ্রাম পুলিশ আব্দুল কাফি কে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে অমানুষিকভাবে মারপিট করে। গ্রাম পুলিশ বাদী হইয়া ওই দিন রাতেই ৪ জনকে আসামি করে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে ধুনট থানার পুলিশ অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের আবু তালহা,আব্দুর রহমান,আতিকুর ইসলাম,
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গ্রাম পুলিশ আব্দুল কাফির আভিযোগ ৩ জন আসামিকে গ্রেফতার করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।