নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার-২

161

নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ওসমান গনি জিসান (৩০) ও শংকর অধিকারী মুকেশ (৪০) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ৫জুলাই ভোর রাতে অভিযান চালিয়ে পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মোবারক আলীর ৭তলা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওসমান গনি জিসান ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও শংকর অধিকারী মুকেশ যশোর জেলার অভয়নগর থানার মনোরঞ্জন অধিকারীর ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-৩ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল ও র‌্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে মোবারক আলীর ৭তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ভবন থেকে ৪কেজি ২শ গ্রাম লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার, ২কেজি ৫শ গ্রাম প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার, ২ কেজি ৪শ গ্রাম ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার, ১ কেজি ৮শ গ্রাম কেমিক্যালযুক্ত মাটি, ২টি বিউটেন গ্যাসযুক্ত কৌটা, ১টি দাহ্য পদার্থযুক্ত কৌটা ও অন্যান্য সরজামাদিসহ ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান ও শংকর অধিকারী মুকেশকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা করে তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।