নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময়

166

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মো: মাসুদ রানা, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারন সম্পাদক মেয়র আনিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, আওমীলীগ নেতা মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, নূর মোহাম্মদ, আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ ফারুক কামাল, সাংবাদিক সাখাওয়াত হোসেন হানিফ প্রমূখ।