দুপচাঁচিয়ায় ১০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ দিয়ে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা

82

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ১০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ দিয়ে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। ২১জুলাই বৃহস্পতিবার বেলা বারোটায় সারা দেশের ন্যায় দুপচাঁচিয়া উপজেলার এসব পরিবারের মাঝে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে এসব জমির দলিল হস্তান্তর করেন।এ উপলক্ষে উপজেলা চত্ত¡র সাথীভাই অডিটোরিয়াম হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২০২০-২১ অর্থবছরে প্রথম পর্যায়ে ১৩৩টি ঘর, ২য় পযায়ে ১২০টি, দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩০টি, ২০২১-২২ অর্থ বছরে ৩য় পর্যায়ের প্রথম ধাপে ৩০টি, ২য় ধাপে ৬টি সহ মোট ৩১৯টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ২১জুলাই তৃতীয় পর্যায়ের তৃতীয় ধাপে ১০টি ঘর প্রদান করে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এ উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের নির্মিত ঘরের সংখ্যা ৩২৯টি। এসব ঘর নির্মানে বিভিন্ন পর্যায়ে বরাদ্দকৃত ৬কোটি ৩১লাখ ৮০হাজার টাকা ব্যয় করা হয়েছে। এদিক বিবেচনায় আর কোনো ভূমিহীন ও গৃহহীন না থাকায় এ উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জেহাদীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বগুড়া জেলার জেলা প্রশাসক জনাব জিয়াউল হক,এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সন্মানিত অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব,উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান,সাধারন সম্পাদক এমদাদুল হক,দুপাচঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম মহলদার,থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,সকল প্রিন্ট মিডিয়ার ও টিভি মিডিয়ার সাংবাদিকগন সহ প্রমূখ ।