সোনাতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

120

নুরে আলম সিদ্দিকী সবুজ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ২১ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ৮০০ কোটির পৃথিবী:সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি ,এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সামনে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পরিবার পরিকল্পনা অফিস চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিবার পরিকল্পনা অফিস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে অংগ্রহন করেন ও আলোচনা সভায় বক্তব্য দেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার ডা.শরীফা নূসরাত এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু,উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আব্দুল মান্নান,মাহবুব হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক শামছুল আরেফিন সোহাগ, পরিবার কল্যান পরিদর্শক মোরশেদা খাতুন ও পরিবার কল্যান সহকারী মোছা.মায়ারেজ হোসেন প্রমুখ। শেষে পরিবার পরিকল্পনা বিভাগের ৬জন মাঠকর্মীর মাঝে পুরস্কার দেয়া হয়।