জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

85

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৩জুলাই থেকে ২৯জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয় করা হয়েছে। ২৩জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা(চলতি দায়িত্ব) মকছেদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রুপম দাস, থানার এসআই শাহজাহান আলী, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, দপ্তর সম্পাদক উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সদস্য আজিজুল হক, দুপচাঁচিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক সাজু মন্ডল, সদস্য কেএম বেলাল, অসীম কুমার দাস প্রমুখ। মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের সকল কর্মসূচী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সকলকে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়।