ভোলায় বিএনপি নেতা নিহতের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ

80

স্টাফ রিপোর্টার রাশেদ

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদ সমাবেশে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এর আগে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। সমাবশে বক্তারা বলেন, ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে থেকে দূরে সরানো যাবে না। দেশের সাধারণ মানুষ যখন বিদ্যুৎ, গ্যাসের দাবিতে মিছিল করে তখন তাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। অগণতান্ত্রিক কোনো সরকার দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বক্তারা আরো বলেন, অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও সমাবেশে বক্তব্য দেন, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মনিরুজ্জামান মনি, কেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, শহীদ-উন নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ,বি,এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।।