ভোলায় দুই নেতা নিহতের প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ

94

স্টাফ রিপোর্টার রাশেদ
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলার বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। এর আগে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে ব্যানার সহকারে খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বিনা ভোটের সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিকল্পিত ভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা মামলা এবং হত্যা করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। তারা হয়তো জানেনা রাজপথে মিছিল সমাবেশে গুলি চালিয়ে হত্যা করে কোনো স্বৈরাচারী ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান অবৈধ সরকারও পারবে না। তিনি আরও বলেন নুরে আলম এবং আব্দুর রহিম এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাকশালী সরকারের পুলিশ বাহিনীর ছোড়াগুলিতে নির্মম ভাবে মৃত্যুবরণ করেছে। তাদের এই‌ মৃত্যুর শোককে আমরা শক্তিতে পরিণত করব। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। নইলে আমরা কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করবো। সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহরাব হোসেন বাপ্পি, জাহাঙ্গীর আলম মানিক, যুগ্ন-সম্পাদক নাদিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সাজু আহম্মেদ রবি, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উজ্জল হোসেন, অভি প্রমূখ। এছাড়াও সমাবেশে বিএনপিসহ জেলা ছাত্রদলের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শেষে নেতাকর্মীরা ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি সহ আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।।