মানব হৃদয়কে উৎফুল্ল করতে বগুড়ায় ঘরে ঘরে আকবরিয়ার পথচলা শুরু

97

স্টাফ রিপোর্টার রাশেদ
মানব হৃদয়কে উৎফুল্ল করতে বগুড়ায় ১১২ বছরের ঐতিহ্যের স্বাদে ঘরে ঘরে আকবরিয়ার পথচলা শুরু। আমাদের পণ্য আপনাদের দোর গোড়ায় এ স্লোগানকে মুখরিত মানুষের আত্মার সুনিবিড় বন্ধনকে শানিত করার পাশাপাশি পণ্য ও প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে। পণ্যের গুণগতমান সম্পর্কে শতভাগ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্ববহ। শতাব্দীর স্বাক্ষর আকবরিয়ার পণ্য দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হলেও দু’একটি প্রতিষ্ঠান নিজেদেরকে জাহির করার চেষ্টা করে থাকে। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত গুণগতমান অক্ষুন্ন রেখেছে। মানুষ যেন আস্থা হতে বিচলিত না হয় প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, ভালোলাগা ও অজানাকে কৌতুহল সমৃদ্ধ হয় এ বিষয়গুলো মাথায় নিয়ে এ ধরনের নতুন পথ চলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। বুধবার (১০ আগষ্ট) সকালে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ঘরে ঘরে আকবরিয়ার পথচলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি এলাকা ঘুরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। তিনি বলেন, আকবরিয়া শুরু হতে দেশের মানুষের রসনার তৃপ্তি মেটাচ্ছে। রসনার তৃপ্তি মেটাতে গিয়ে স্বাদের ভিন্নতার ধরনগুলো জানার জন্য ঘরে ঘরে পথচলার আয়োজন করেছি। তাদের মতামতই হবে আগামী দিনের পাথেয়। তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধ এ প্রতিষ্ঠানটি সমাজের সকল শ্রেণী পেশার ভোক্তাদের কথা চিন্তা করে সব ধরণের পণ্য উৎপাদন ও বিপনণ করে আসছে। দেশের আবালবৃদ্ধ বণিতার সন্তুষ্টিতে খুঁজে পাবে এ প্রতিষ্ঠানটি সার্থকতা। আকবরিয়া লিমিটেডের এ ধরনের আয়োজন দেশের সকল ভোক্তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে হবে এক মাইলফলক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেডের আইএসও কনসালটেন্ট রাকিবুর রহমান, হেড অব সেলস রমজান হোসেন ডিজিএম আলমগীর হোসেন, জিল্লুর রহমান, বিজনেস হেড শরিফুল ইসলাম, এইচ আর আনোয়ারুল হক, ডিষ্টিবিউশন ম্যানেজার মাহবুবুর রহমান, পার্সেস ম্যানেজার মহিনুর ইসলাম, সেলস্ ম্যানেজার আবুল কাশেম, আইটি কর্মকর্তা মেজবাহুর রহমান, টাস্ক কো-অর্ডিনেটর নাফিউর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।।