জ্বালানি তেল,সার সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় সুজনের মানববন্ধন 

112

রাশেদ স্টাফ রিপোর্টোর: সুজন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির আয়োজনে শনিবার দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, পেট্রোল, ডিজেল ও সারের দাম বৃদ্ধির  প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।  র‍্যালিটি শহীদ খোকন পার্ক থেকে শুরু করে সাতমাথা-থানা রোড হয়ে কবি নজরুল ইসলাম সড়কে ঘুরে সাতমাথায় শেষ হয়।  র‌্যালী শেষে সংগঠনের সভাপতি হাফিজার রহমান মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাইন, যুগ্ম সম্পাদক আঃ লতিফ, কোষাধ্যক্ষ নুর হাবিব, সংবাদ কর্মী শাপলা খন্দকার,সুজন নেতা শফিকুর রহমান, রফিকুল ইসলাম, লেবু, ইউনুস উদ্দিন, শিল্পী আক্তার, শ্যামলী আক্তার, শেখ মাহবুবার রহমান চপল। এ সময় উপস্থিত ছিলেন সুজন নেতা আবুল কালাম আজাদ চাঁন,আব্দুর রহমান,শিবগঞ্জ উপজেলা সভাপতি ওয়াদুদুর রহমান, মোসলেম উদ্দিন, আনিসার রহমান,শাহাজাহানপুর উপজেলা সুজননেতা শাহীন আলম, আপেল মাহমুদ, আঃ রহমান,নাজিরুল ইসলাম প্রমূখ।