শিবগঞ্জে অবৈধ-ভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

124

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। ৩০ শে আগস্ট মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে অবৈধ ভাবে সার মজুদ করায় মেসার্স জাকির ভান্ডার এর স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারায়, ৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত সার ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকের নিকট বিক্রি করা হয়।

নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা জানান, অবৈধভাবে ইউরিয়া সার মজুদ রাখায় এ জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের তদারকি অব্যাহত থাকবে।