দুপচাঁচিয়ায় ভ্যান চালক হারুন হত্যার পলাতক ২ আসামী চট্টগ্রাম হতে গ্রেফতার

102

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া আলোচিত ভ্যান চালক হারুন হত্যার মামলার পলাতক ২ আসামীকে চট্টগ্রাম হালিশহর এলাকা হতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিএমপির এর সহায়তার তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামী ইসলামপুর কুশ্বর গ্রামের হেলাল ওরফে চান্দু মিয়ার ছেলে সেলিম ওরফে পল্টু(৪৫),ভাটাহার গ্রামের রেজাউল করিমের ছেলে আয়নুল হক(৩৮)।
মামলা সূত্রে জানা যায়,গত ২৮ আগষ্ট রাত্রিতে কোন এক সময় ভ্যান ছিনতায় করার উদ্দেশ্যে চার জন মিলে ভ্যান চালক হারুনকে নৃশংসভাবে হত্যা করে ভ্যানের ব্যাটারী নিয়ে চলে যায়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুর রশিদ সরকার পাঁচদিন পরে হত্যার রহস্য উদঘাটন সহ ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আর বাকিঁ দু’জন ঘটনার পর পালিয়ে যায়,পরবর্তিতে মামলার পরিচালনার স্বার্থে গত ২১ সেপ্টেম্বর তারিখে চট্টগ্রাম হালিশহর এলাকা হতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিএমপির সহায়তায় পলাতক,দু’জন আসামীকে গ্রেফতার দেখিয়ে দুপচাঁচিয়া থানায় নিয়ে আসে।
এব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান,জেলার পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-বার এর সঠিক দিক নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুর রশিদ সরকার সহ একটি চৌকশ টিম চট্টগ্রাম হালিশহর এলাকা হতে হত্যা মামলার বাকি দুজনকে তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে গ্রেফতার করে।২৩ সেপ্টেম্বর শুক্রবার গ্রেফতারকৃত দু’জনকে বগুড়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।