দুপচাঁচিয়ায় শিক্ষক দিবস পালিত

67

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা পর্যায়ে গঠিত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বিত কমিটির আয়োজনে গত ২৭অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তন হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে তালোড়া সরকারি শাহ এয়তেবাড়িয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ এয়তেবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ।