বগুড়ায় নিখোঁজের ৪দিন পর অটোচালকের পোড়া উলঙ্গ লাশ উদ্ধার

115

মুহাম্মাদ আবু মুসা
বগুড়ার গাবতলীতে নিখোঁজের ৪দিন পর অটো রিক্সাচালক আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের আগুনে পোড়ানো উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। ১লা নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের বিল কাতলাহরের উত্তরধার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার পাররানীরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের ছেলে অটো রিক্সাচালক আরিফ হোসেন (১৪) গত ২৮অক্টোবর বিকেল ৪টায় স্থানীয় মালেক বাজারে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে আরিফের বাবা আঃ জলিল গত ৩১অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। থানায় জিডি করার পরেরদিন দুপুরে বাড়ীর পাশ্ববর্তী কাতলাহার বিলের উত্তরধারে ধান ক্ষেত থেকে নিখোঁজ আরিফের আগুনে পুড়িয়ে ফেলা উলঙ্গ লাশ ধানক্ষেতে পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আরিফের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোচালক আরিফ হত্যার রহস্য এখনো জানা যায়নি। তবে এই হত্যাকান্ডের সঙ্গে যে জড়িত থাকুক না কেনো খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।