বগুড়ায় বিপুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ

108

ডেস্ক রিপোর্ট

গত ১১/১১/২০২২ খ্রিঃ রাত্রী অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নামাজগড় মোড়স্থ নামাজগড় মসজিদের সামনে জনৈক সেকেন্দার এর ৫ তলা বিল্ডিং এর চতুর্থ তলায় অবস্থিত ব্রেক এন রান নামক বিলিয়ার্ড ক্লাবে পুল খেলাকে কেন্দ্র করে ভিকটিম জুনায়েদ আল-হাবিব বিপুল (২১), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-বাদুলতলা, থানা ও জেলা-বগুড়াকে উপর্যপুরি ছুরিকাঘাত করিলে ভিকটিম গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিম বিপুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া’য় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ সংক্রান্তে তাৎক্ষণিক বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরাফত ইসলাম ও ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর যৌথ নেতৃত্বে ডিবি বগুড়া ও সদর থানা পুলিশের যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ১২/১১/২০২২ খ্রিঃ বিভিন্ন সময়ে বগুড়া জেলার সদর ও শিবগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বিপুল হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ (এক) টি চাকুসহ হত্যাকান্ডে অংশগ্রহনকারী ০৫(পাঁচ) জন আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ

১। দীপংকর রায় (১৯), পিতা-মৃত কমল রায়, সাং-শিববাটি শাহী মসজিদ,
২। মোঃ আরিফ হাসান (৩২), পিতা-মোঃ ফটিক হোসেন, সাং-নামাজগড় ভূষিপট্টি,
৩। মোঃ শাকি আল মামুন (২৭), পিতা-মোঃ মনোয়ার হোসেন, সাং-দক্ষিন কাটনারপাড়া,
৪। মোঃ শোহাইব নবী (২২), পিতা-মোঃ মাহমুদুন নবী, সাং-ফুলবাড়ি দক্ষিনপাড়া,
৫। মোঃ সাহিল (২০), পিতা হাবিবুর রহমান, সাং শিববাটি শাহী মসজিদ, সর্ব থানা ও জেলা-বগুড়া।

উদ্ধারকৃত আলামতঃ

১। একটি চাকু (যা হত্যাকান্ডে ব্যবহৃত)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায় যে, গত ১১/১১/২০২২ খ্রিঃ রাত্রী অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নামাজগড়স্থ মতি প্লাজায় অবস্থিত ব্রেক এন রান নামক বিলিয়ার্ড ক্লাবে তাহারা এবং তাহাদের সঙ্গীয় অজ্ঞাতনামা আসামীরা পুল খেলার সময় ভিকটিম বিপুল এবং তার কিছু বন্ধুরা সেখানে এসে আসামীগণকে পুলের বোর্ড ছেড়ে দিতে বলে কিন্তু উক্ত আসামীগণ বোর্ড না ছেড়ে না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধৃত আসামীগণ ও অজ্ঞাতনামা আসামীগণ পরস্পর যোগাসাজসে ভিকটিম জুনায়েদ আল-হাবিব বিপুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করিয়া গুরুতর জখম করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।

প্রকাশ থাকে যে, অনান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।