শেরপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত আটক

97

মোঃ জাকির হোসেন
শেরপুর উপজেলা প্রতিনিধি

শেরপুর থানায় বসবাসরত নবম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীর মোঃ আব্দুল মানিক (২২) নামক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কে একপর্যায়ে ভিকটিমের অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য গোপনে ভিডিওধারণ করে। এছাড়াও গত ১৮ নভেম্বর ২০২২ তারিখ আসামী ভিকটিমের বাড়িতে গোপনে এসে ভিকটিমের সহিত মেলামেশা করতে চায় এবং ভিকটিম বাধা দিলে ভিকটিমের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে এবং বিবাহ করিবে না বলে জানায়। আসামীর উক্তরুপ ব্যবহারে লাজলজ্জার ও মান ইজ্জতের ভয়ে ভিকটিম গত ১৮ নভেম্বর ২০২২ তারিখে ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে, পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিম এর বাবা বাদী হয়ে বগুড়া জেলার শেরপুর থানায় গত ২৯ নভেম্বর ২০২২ তারিখে মামলা দায়ের করে (বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং-৪৩ তারিখ ২৯ নভেম্বর ২০২২ইং ধারা-৩০৬ পেনাল কোড-১৮৬০ এবং র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ প্রাপ্তির পর র‌্যাব-১২, সিপিসি-৩, বগুড়া ক্যাম্প অভিযুক্ত আসামী মোঃ আব্দুল মানিক (২২)’কে দ্রæত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-৩ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুল মানিক (২২), পিতা- মোঃ আঃ মালেক, সাং- দড়িপাড়া একাডেমী, থানা- শেরপুর, জেলা-বগুড়াকে বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদকালে উক্ত ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, ধৃত আসামীকে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।