দুপচাঁচিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচী অনুষ্ঠিত

99

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া(বগুড়া)ঃ
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ও দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনামূলক অবহিতকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত ১৮জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে অবহিতকরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, এসআই সোহেল রানা, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, নূর মোহাম্মাদ আবু তাহের, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিরিটারী ইন্সপেক্টর সহ উপজেলার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সম্মিলিতভাবে নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে তৃণমুল পর্যায় থেকে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সম্মানিত ক্রেতা বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ?’ লেখা স্টিকার ব্যবসা প্রতিষ্ঠানে সাঁটানোর জন্য দোকানীদের হাতে তুলে দেন উপরোক্ত অতিথিবৃন্দ।