দুপচাঁচিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

106

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া (বগুড়া)।
বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(৯ইফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার নবাগত জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক,সহকারী কমিশনার(ভূমি)রুপম দাস,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির ও মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম আজাদ, দুপচাচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গুনাহার ইউপি চেয়ারম্যান আবু তাহের নুর, বীর মুক্তিযোদ্ধা সজ্জাদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স।
পরে নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলাম দুপচাঁচিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মত বিনিময় শেষে দুপচাঁচিয়া থানা সহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন,এবাদে ফুটানি গঞ্জ এলাকায় একজন প্রতিবন্ধীকে দোকান ঘর সরকারি জায়গায় বরাদ্দ আছে দেন।এছাড়া দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রায়ন প্রকল্প ও মডেল মসজিদ মন্দির পরিদর্শন করেন।