দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৪ জুয়ারু ও মাদক সেবী সহ আটক ১১

104

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া (বগুড়া)।
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবী ও ৪ জুয়ারু সহ আটক ১১
২২ শে অক্টোবর দিবাগত রাতে পুলিশের মাদক বিরোধী অভিযানে দুপচাঁচিয়া থানা এলাকায় টহল অবস্হায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজাউদ্দৌলা নেতৃত্বে একটি টিম দুপচাঁচিয়া পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লায় পুকুর পাড়ে কিছু সঙ্গবদ্ধ মাদক সেবী মাদক সেবন করা দেখতে পেলে ৬ জনকে গাঁজা সহ সেবনের উপকরণ সহ জব্দ করে।
এছাড়া একই দিনে থানার এস আই এরশাদ আলী ফোর্স সহ দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর বাজারে রাত্রিকালীন টহল পাঠি অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে জলঙ্গি এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির পাশে ৬/৭ জন মিলে জুয়া খেলছিলো।ঘটনাস্থলে টহল পার্টি উপস্থিত হয়ে ৪ জনকে হাতেনাতে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদি সহ আটক করে।
আটক জুয়া খেলার আসামিরা হলো জলঙ্গি গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল হক(৩২),শাখাওয়াত পরামানিক এর ছেলে শাকিল প্রামানিক(১৯),লজিবর পরামানিকের ছেলে নুর ইসলাম (১৯),সকলের থানা -দুপচাঁচিয়া, জেলা -বগুড়া।এবাদে অপর আসামিরা গাইবান্ধা জেলার সাঘাটা থানার শ্যামপুর মধ্যপাড়া রইস উদ্দিন এর ছেলে আব্দুর রশিদ(৪৪)।
এছাড়া আটক মাদক সেবনকারীরা হলো দুপচাঁচিয়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লার শামসুল শেখের ছেলে রাকিব শেখ(৩০),মোবারক হোসেনের ছেলে রেজওয়ান আলী সৈকত (২৫),মৃত – হোসেন আলীর ছেলে হাবিব(২২),মোহাম্মদ শাহজাহানের ছেলে নাজমুল হক (২৪),মিতু আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল (২০),নুর ইসলাম বুদার ছেলে আলম (২২)।সকল নাটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার অজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করে বলে বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম আজাদ।