দুপচাঁচিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

130

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১মার্চ বুধবার উপজেলা প্রশাসন চত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার(ভূমি) রূপম দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন বগুড়ার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী রাজশাহী ও বগুড়ার প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বগুড়ার সহকারী জোনাল ইনচার্জ শাহীনুর আলী মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।