দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

83

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি, আলোচনা, চেক বিতরণ ও কেক কর্তনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। গত ৮মার্চ বুধবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার(ভূমি) রূপম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, ইউপি সদস্য নারী উদ্যোক্তা একতারা বানু প্রমুখ। নারী বিষয়ে কবিতা পাঠ করে শোনান শিক্ষার্থী জেমী খাতুন। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক কার্যালয় থেকে প্রশিক্ষিত ও স্বেচ্ছাসেবী সমিতির ১৮জন সদস্যের মাঝে ৪লাখ ৮০হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয় এবং এ দিবস উপলক্ষে কেক কাটা হয়।