বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজা ও ১ টি স্মাট মোবাইল ফোনসহ ১ জন গ্রেফতার

81

প্রেস বিজ্ঞপ্তি

অদ্য ১৪/০৩/২০২৩ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুরস্থ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ২নং গেইটের সামনে (ঢাকা টু রংপুর) মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনা ও গাঁজা ও ১ (এক) টি স্মাট মোবাইল ফোনসহ পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক =২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা উদ্ধার করতঃ আসামী ১। আল ফায়সাল @ মৃদুল (২০), পিতা-মোঃ মাহাবুব হাসান, মাতা-দুলালী বেগম, সাং-কাশিমালা, থানা-আদমদিঘী, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আব্দুল হাকিম এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ মোমিনুল হক প্রধান, এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ গোলাম সারোয়ার, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ মেকদাদুর রহমান, নারী নায়েক/পারুল খানম এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।