দুপচাঁচিয়ায় সিআইজি কংগ্রেস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

72

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট(এনএটিপি-২) এর আওতায় কমন ইন্টারেস্ট গ্রæপ(সিআইজি) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ৫ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি নজরুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃদাঃ) মকছেদ আলী প্রাং, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা, সিআইজি সভাপতি হাওয়া বেগম প্রমুখ।