দুপচাঁচিয়ায় বোরো মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

77

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৩ এর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে খাদ্য মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সাধন কুমার মজুমদার এমপি ৭মে রোববার উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে মন্ত্রী কর্তক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ধান চাল সংগ্রহের উদ্বোধন উপভোগ শেষে স্থানীয়ভাবে সরাসরি কৃষক হযরত আলীর নিকট থেকে ১মেঃটন ধান সংগ্রহ করে ফিতা কেটে উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপগি গোলাম মুক্তাদির লেমন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সাখিদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলী প্রমুখ। এবার এ উপজেলায় চলতি মৌসুমে ৩০টাকা কেজি দরে ৮’শ ৮২মেঃটন ধান ও ৪৪টাকা কেজি দরে ১০হাজার ৫৮৫মেঃটন সিদ্ধ চাল আগামী ৩১আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।