দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় সুজন এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

100

প্রেস বিজ্ঞপ্তি
সুজন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুজন এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অত্র সংগঠনের সভাপতি একেএম ছালামত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কলেজ রোড ক্রিসেন্ট রিক্রিয়েশন ক্লাবে শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।
তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া, নিরপেক্ষ তদারকি সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।তাই রাজনৈতিক দলগুলোকে দেশোপ্রেমে উজ্জীবিত হয়ে ভোটার যেন নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় উক্ত সভায় আরোও বক্তব্য রাখেন সুজন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির উপদেষ্টা আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সহ সভাপতি রঞ্জনা বেগম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাইন।
এ সময় উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক শফিকুর রহমান, কেষাধ্যক্ষ নুর হাবিব, মহিলা বিষয়ক সম্পাদীকা শিল্পী আক্তার, সদস্য এ্যাডঃ হারুন উর রশিদ, আনোয়ার হোসেন, ইউনুস উদ্দিনসহ সুজন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ। আলোচনার পূর্বে সংগঠনের সদস্য সদ্য প্রয়াত সাবেক অধ্যক্ষ রেজাউল করিম পান্না স্যারের স্মৃতি চারন, নিরবতা পালন, স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমে হত্যাকান্ডের বিচারের দাবি উত্থাপন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মেজবাউল আলম।