দুপচাঁচিয়ায় ওয়ারেন্ট ভুক্ত ১৩ আসামী গ্রেফতার

60

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া (বগুড়া)। দুপচাঁচিয়ায় ওয়ারেন্ট ভুক্ত ১৩ আসামি সহ গ্রেপ্তার ১৪
সোমবার ৯ এপ্রিল দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন সহ গ্রেফতার ১৪
গ্রেফতারকৃত আসামিরা হল মোকদ্দমা নং -৩৩ সি/২৩(দুপ) দুপচাঁচিয়া মেরায় গ্রামের শিমুল চন্দ্র বর্মনের স্ত্রীর পাঞ্জলী বালা.মোকদ্দমা নং -৩৯৭/২২(দুপ)এর আসামি পূর্ব আলোহ আলী গ্রামের হারুন রশিদের স্ত্রী আমেনা),জি আর-৩১৮/২২(দুপ)গুনাহার গ্রামের আসামী মৃত- ফয়েজআলীর ছেলে ফজলুর রহমান (৩৫),জি আর-২৩৮/২২(দুপ)এর আসামী মৃত-কাসেম আলীর ছেলে আঃ সামাদ@ মবেদআলী প্রাং(৫২) ও করমজি চন্ডীমন্ডপ গ্রামের মৃত-আঃ কুদ্দুস এর ছেলে লাল চানঁ(৩২),এলজিআর৬২/২২(দুপ)এর আসামী মাটিহাস গ্রামের মৃত- আফতাব আলীর ছেলে আব্দুল৷ করিম মন্ডল(৩৫),মোকদ্দমা নং-৪৭২/১৮ পারিঃ এর আসামী মোস্তফাপুর গ্রামের মিজানুর রহমান এর ছেলে আঃ হামিদ,জি আর-৩০/২৩(দুপ)এর আসামী তালোড়া বাজারের রেলগেট এলাকার মৃত নুরুল হক এর ছেলে রোকনুজ্জামান রোকন(৪০),জি আর-৩৪১/২২(দুপ)এর আসামী দুপচাঁচিয়া মন্ডলপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে রায়হান আলী(৩৬) ও তালোড়া লাফাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩৭),জি আর-৬৭/১৯ আসামী মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল হাকিম, এ কই এলাকার মোস্তফার ছেলে মাইনুল ইসলাম মুন্না,মোকাদ্দমা নং-১২৩সি/২০ কাহালুর মামলার আসামী হবিবুর রহমান প্রামানিক এর ছেলে মোবারক আলী প্রামানিক, সকলের গ্রাম ধাপ যোগী পাড়া,থানা -দুপচাঁচিয়া, জেলা -বগুড়া।
৯ এপ্রিল মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানার সকল আসামীকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।