দুপচাঁচিয়ায় প্যাক পয়েন্টে সঠিক কাগজ পত্র না থাকায় ভ্রাম্যমাণে ২৪হাজার টাকা জরিমানা

62

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় চারটি প্যাক পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ শে আগষ্ট বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস এ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে প্যাক পয়েন্টের লাইসেন্স না থাকা ও ওজন কম দেয়ার অপরাধে তিনি পৌর এলাকার পাইকপাড়ায় আক্কাছ আলীর মালিকানাধীন প্যাক পয়েন্টের ৮হাজার টাকা, মেইল বাসস্ট্যান্ড এলাকায় রেজাউল ইসলামের মালিকানাধীন প্যাক পয়েন্টের ৫হাজার টাকা, একই এলাকার বেলাল হোসেনের মালিকানাধীন প্যাক পয়েন্টের ৭হাজার টাকা ও শহরতলা এলাকায় মেরাজুল ইসলামের মালিকানাধীন প্যাক পয়েন্টের ৪হাজার টাকা সহ মোট ২৪হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএসটিআই এর পরিদর্শক শাহ আলম পলাশ, থানার এসআই পলাশ অধিকারী, সহকারী কমিশার(ভূমি) অফিসের পেশকার আব্দুর রহমান প্রমুখ।