অপরাধ নির্মূল করতে জনগণের সহযোগিতায় পুলিশ কাজ করছে —এসপি সুদীপ কুমার

61

মুহাম্মাদ আবু মুসা
পুলিশি জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সমানে রেখে ২৭আগস্ট/২৩ রবিবার বগুড়া গাবতলীর ১১নং দক্ষিনপাড়া ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় ইউপি কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাড: রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবতী বিপিএম,পিপিএম। তিনি বলেন, জনগনের সার্বিক নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাল্য বিবাহ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জুয়া, নির্মুল করতে পুলিশ পক্ষ থেকে সচ্চর ভুমিকা পালন করা হচ্ছে। জনগন এখন এর সফলও পাচ্ছে। তিনি জনগনকে পুলিশকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। প্যানেল চেয়ারম্যান রায়হান কবীর সাধনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফি নেওয়াজ খান রবিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গাবতলী সার্কেল তানভীর হাসান, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। অন্যান্যদের মধ্যে দক্ষিনপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল আলম চৌধুরী ডাবলু, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ধুলু, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, মোহাম্মাদ আলী, উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবী, যুবলীগ নেতা রানা, ছাত্রলীগ নেতা হাসিবুল। সমাবেশ ও মতবিনিময় সভায় পুলিশ সুপার জনগনের সাথে উন্মুক্ত কথা বলেন।